সকল মেনু

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাবে

হটনিউজ ডেস্ক :: :: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায়, রাজধানীর রমনা রেস্টুরেন্টে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবের নবগঠিত দ্বি-বার্ষিক কমিটির পরিচিতি সভায় তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী মাসুম, বিমান সচিব খোরশেদ আলম চৌধুরী, হাইকোর্টের বিচারপতি আব্দুর রব, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর-এর সদস্য ড. মাহবুবুর রহমান আজাদ, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফরিদুন নাহার লাইলী, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন চৌধুরী নাসিম, চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি আমীন হেলালী ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ মনসুর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী, নাহিদ আক্তার চৌধুরী, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মনজুর আলম শাহীন, মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, বাপা’র যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, রুবানা কাফি ঝর্ণা, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, কাজী মাজহার, এনএসআই-এর যুগ্ম-পরিচালক মনসুর আহমেদ বিপ্লব, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন, শহীদুল কাওসার ও সাংবাদিক বায়েজিদ আহমেদ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top