সকল মেনু

এডিবির অর্থায়নে ইনকা পিটি’র সঙ্গে রেলওয়ের চুক্তি স্বাক্ষরিত

ঢাকা :: বাংলাদেশ রেলওয়ের জন্য ১০০টি মিটার গেজ ও ৫০টি ব্রডগেজ যাত্রীবাহি কোচ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় রেল ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এডিবির অর্থায়নে এগুলো তৈরি করবে ইন্দোনেশিয়ান প্রতিষ্ঠান ইনকা পিটি। চুক্তি অনুযায়ী দু’বছরের মধ্যেই এসব কোচ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ইনকা পিটি’র পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডাইরেক্টর আর আগস এইচ পুরনোমো (R Agus H. Purnomo) এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ তাফাজ্জল হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেন, যাত্রী সেবার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। অনেক দিন যাবত রেলওয়ে কোচ সংকটে ভুগছে। কোচগুলো পেলে এ সংকট অনেকটাই দুর হবে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে ৪১টি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলো পুরোপুরি সমাপ্ত হলে রেলওয়েতে আমূল পরিবর্তন আসবে।
১০০টি মিটার গেজের জন্য চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় ৩৪৫ কোটি টাকা এবং ৫০টি ব্রডগেজের জন্য প্রায় ২১৭ কোটি টাকা।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরানাতা আতমাতজা (Iwan Wiranata-Atamadja) অংশগ্রহন করেন। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মনসুর আলী শিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ তাফাজ্জল হোসেন সহ রেলওয়ের ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top