সকল মেনু

৪র্থ দিনে প্রাচ্যনাট ঢাকা’র বনমানুষ মঞ্চায়িত

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে নাট্য লোকের আয়োজনে চলছে  সপ্তাহব্যাপী নাট্যাৎসব।উৎসবের ৪র্থ দিনে ঢাকা’র প্রাচ্যনাট  মঞ্চায়ন করেছে নাটক ‘বনমানুষ’।নাটকটি রচনা করেছে ইউজিন ও নীল এবং নির্দেশনা দিয়েছে বাকার বকুল। তবে উৎসবের ৪র্থ দিনে নির্ধারিত সময়ের আধঘন্টা পড়ে নাটক শুরু হয়। এই দিনও দর্শককের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বনমানুষ নাটকে জাহাজের ইঞ্জিনের কয়লাদানকারি কিছু মানুষের জীবন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেখানো হয়ছে ধনী গরীবের শ্রেণী বৈষম্য। আর এই বৈষম্যদুর করনে কাজ করে একজন বিপ্লবী। নাটকের শেষ মুহুর্তে দেখা যায় সেই বিপ্লবী আর কেউ নয় সে হলো চে-গোইভারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top