সকল মেনু

মাহমুদুর রহমানকে কনাডিয়ান তদন্ত দলের জিজ্ঞাসাবাদ

 কোর্ট রিপোটার:কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সের কাছ থেকে ঘুষ গ্রহণের মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন কানাডিয়ান তদন্ত সংস্থা।মাহমুদুর রহমানকে এজন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল হকের উপস্থিতিতে তাকে বিকেল তিনটা থেকে চারটা ১০ মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। কানাডিয়ান তদন্ত সংস্থার ৬ সদস্যের প্রতিনিধিরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলেও তিনি মুখ খুলতে রাজি হননি। নাইকো ঘুষ কেলেঙ্কারির মামলায় কানাডায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে তদন্ত দলটি ঢাকায় এসেছেন। তারা মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে পদক্ষেপ নিতে চিঠি লেখেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ঢাকার সিএমএম বরাবরে আবেদন করলে সিএমএম বিকাশ কুমার সাহা একটি মিস কেস খোলেন। সে মোতাবেক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top