সকল মেনু

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন মমতা

হটনিউজ ডেস্ক :: গতকাল শনিবার বিকেলে ফারুখ খানের নেতৃত্বে প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবনে পৌঁছায়। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান গেয়ে শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে বৈঠক শুরুর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গলা ছেড়ে গেয়ে ওঠেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ…’ গানটির কিছু অংশ।

এর আগেও তাকে বিভিন্ন রাজনৈতিক সভায় গান গাইতে দেখা গেছে।

ক্ষমতায় আসার আগে নন্দীগ্রাম, সিঙ্গুরে জমি আন্দোলনের সময় বিভিন্ন সভায় খালি গলায় দেশপ্রেম এবং বিপ্লবের গান গাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এই গান তার প্রিয় গানের মধ্যে একটি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top