সকল মেনু

অবিশ্বাস হলেও সত্য; বয়স ১৭৯ বছর

ডেস্ক রিপোর্ট : তার নাতি-নাতনিরাও কেউ এখন আর বেঁচে নেই। অথচ মৃত্যু তাকে স্পর্শ করেনি। আক্ষেপ করে ১৭৯ বছরের বৃদ্ধ বলেন, ‘যমে বোধ হয় আমাকে নিতে ভুলে গিয়েছে।’
বলা হচ্ছে মহাশতা মুরাসির কথা। তার জন্ম ১৮৩৫ সালে, ভারতের বেঙ্গালুরুতে। শুধু ভারত কিংবা বিশ্বেই নয়, সমগ্র মানবজাতিতে ১৭৯ বছরের এই বৃদ্ধই নাকি প্রবীণতম! তার নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও। এমনটাই দাবি ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট ডটকম১২২ বছরের জিয়ানে লুইস কালমেন্ট : যিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ
ওয়েবসাইটটির আরো দাবি, মুরাসি নাকি এখন দুঃখ করে বলেন, ‘আমার চোখের সামনে আমার নাতি-নাতনিরা মারা গিয়েছে। কিন্তু আমাকে মৃত্যু গ্রাস করেনি। আমি তাই মরার আশা ছেড়ে দিয়েছি।’
তবে এ খবরের সত্যতা কতটা, তা তর্কযোগ্য। কারণ, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ঘেঁটে দেখা গেছে, পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের নাম জিয়ানে লুইস কালমেন্ট। ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই নারী ফ্রান্সের নাগরিক। তার বর্তমান বয়স ১২২ বছর ১৬৪ দিন।
তথ্যসূত্র : জি নিউজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top