সকল মেনু

বর্তমানে দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে : এরশাদ

  মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বর্তমানে দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। কিন্তু মানুষ প্রতিহিংসার রাজনীতি চায় না।’

তিনি বলেন, ‘মানুষ শান্তির জন্য পরিবর্তন চায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায়। ঘরে ঘরে প্রতিহিংসার আগুন আর রাস্তায় মানুষ মারা। এ সব জাতীয় পার্টির আমলে  ছিলো না।’

মৌলভীবাজারে জাতীয় পার্টির জেলা সম্মেলনে এরশাদ এ সব কথা বলেন।

রোববার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এরশাদ । এ ছাড়া কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী যোগ দেন।

এরশাদ আরো বলেন, ‘জাতীয় পার্টির আমলে দেশে বেশী উন্নয়ন হয়েছে।’

এ সময় তিনি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে এবং মানুষের সেবা করার জন্য দেশবাসীর কাছে আরেক বার সুযোগ চান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top