সকল মেনু

আমান সহ ৮৯ বিএনপি নেতাদের বিচার শুরু

 কোর্ট রিপোটার,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৮৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ২টি মামলায় আদালতে বিচার শুরু হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক নাজমুল হক চার্জ গঠনের মধ্য দিয়ে এই বিচার শুরু হয়। সাভার ও দোহার থানার দ্রুত বিচার আইনের ওই দুই মামলার মধ্যে একটি মামলায় ২০১২ সালের ২৩ ডিসেম্বর আমানউল্লাহ আমানসহ ৬৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাভার থানার অপর মামলায় ২৪ জনের বিরুদ্ধে একই বছরের ২৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল হয়। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের অবরোধে সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহা-সড়কে অবরোধ করে যানবাহন চলাচলে বাধা, যানবহন ভাঙচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা ২টি দায়ের করে পুলিশ। মামলার উল্লেযোগ্য অপর আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কফিল উদ্দিন, জামাল উদ্দিন সরকার, আমজাদ হোসেন, আয়ুব আলী ওরফে কুটি মিয়া, আব্বাস উদ্দিন এবং শাহজাহান ব্যপারী। মামলা ২টিতে ২০১২ সালের ১৩ ডিসেম্বর আমান হাইকোর্টে আত্মসমর্পণ করলে তাদের এক মাসের জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হলে পরের বছর ১৭ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন মঞ্জুর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top