সকল মেনু

চাঁদপুরে ইত্যাদির শুটিং নিয়ে মহাযজ্ঞে নেমেছে স্থানীয় প্রশাসন

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: বিটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং নিয়ে চাঁদপুরে হুলুস্থুল কান্ডকারখানা চলছে। ইত্যাদি অনুষ্ঠানটি একটি ব্যক্তিগত প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হলেও বিটিভির দোহাই দিয়ে শুটিং উপলক্ষে গত কয়েকদিন ধরে চাঁদপুরের পুরো প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে যাচ্ছেন ওই অনুষ্ঠানের কর্তাব্যক্তিরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, মৎস্য গবেষণা ইনষিইটউট, আভ্যন্তরীণ নৌ-কর্তৃপক্ষ, বিভিন্ন পৌরসভাকে ব্যবহার করে এই অনুষ্ঠানের শুটিংয়ের আয়োজন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বিষয়টিকে এতই গুরুত্ব দিচ্ছে যে, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পর্যন্ত অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক অনুরোধ জানিয়েছেন সরকারি সব বিভাগকে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড়ষ্টেশন মোলহেডে মেঘনা নদীর পাড়ে এর চ’ড়ান্ত শুটিং অনুষ্ঠিত হবে।চ’ড়ান্ত শুটিং প্রত্যক্ষ করার জন্য তিন হাজার লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে দুই হাজার দর্শককে আমন্ত্রণ জানানো হয়েছে। শুটিং প্রত্যক্ষ করার জন্য পাশের জন্য রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের লোকজন ডিসি অফিসে এসে ভিড় করছে। এমন কী দলীয় প্রভাব খাটিয়ে পাসের জন্য তদ্বির করার কথাও শোনা গেছে। রাজস্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক , দুইজন ম্যাজিষ্্েরট এবং রাজস্ব শাখার কর্মচারীরা গত তিন চার দিন ধরে গলদঘর্ম কাজ করে যাচ্ছেন। দর্শকদের জন্য চেয়ার সরবরাহ এবং ডেকোরেটরদের সাথে সমন্বয়ের জন্য এনডিসি’র নেতৃত্বে পুরো নেজারত শাখার কর্মকর্তা-কর্মচারীরা  দিন-রাত কাজ করে যাচ্ছেন। শহরের ডেকারেটরগুলোর পক্ষে পুরো চেয়ার সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থেকে পৌরসভার ট্রাকযোগে চেয়ার আনা হচ্ছে। শুটিংস্থলে পালাক্রমে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা কিছুক্ষণ পর পর ছুটে আসছেন সরজমিন অবস্থা তদারকির জন্য। অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোন ভিভিআইপি’র আগমন ঘটছে চাঁদপুরে। একটি ব্যক্তিগত প্রডাকশন হাউজের একটি অনুষ্ঠানের জন্য কার নির্দেশে বা কেন এমনভাবে সরকারি অর্থ, লোক, পরিবহন, স্থাপনা, শ্রম, মেধা খরচ করছে  প্রশাসন – তার কোন সদুত্তর কেউ দিতে পারে নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top