সকল মেনু

সিরাজগঞ্জে পুলিশ এবং বিএনপি’র কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া

 সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান,  ইবিরোডস্ত জেলা বিএনপি’র কার্য্যলয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করায় নিষেধ করা হলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরুকরে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  তবে জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন অর রশীদ খান হাসান ও শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা জানান, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিকেল পাচঁটার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি গ্রহন করা হয়। এ সময় পুলিশ বিনা উস্কানিতে সমাবেশে আসা নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টিয়ারশেল-রাবার বুলেটের আঘাতে তাদের ৮জন কর্মী আহত হয়েছে বলে তিনি দাবী করেন।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top