সকল মেনু

নবীন আইনজীবীদের বই পড়ার পরামর্শ প্রধান বিচারপতির

 আদালত প্রতিবেদক: আইনজীবীগণ বিচার ব্যবস্থায় একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। আজ যিনি আইনজীবী কাল তিনি হতে পারেন একজন বিচারক। একই ভাবে একজন বিচারক জীবনের কোন পর্যায়ে হতে পারেন আইনজীবী। আইনজীবীগণ আইনকে জনগণের কাছে পৌছে দিতে পারেন। আইনজীবীগণের মুখ্য কাজ হলো জনগণের জন্য মানসম্মত সুবিচার নিশ্চিত করা। ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের জন্য ‘প্রফেশনাল স্কিল এন্ড মোরাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ২০১৪’ অনুষ্ঠানে শনিবার বিকালে একথা বলেন বাংলাদেশের প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। অ্যাডভোকেট মহসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. নুরুজ্জামান ননী। এছাড়াও ঢাকা জেলা জজ আব্দুল মজিদ, মহানগর দায়রা জজ মো. জহুরুল হক, ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা, সিজেএম মাহবুবুর রহমানসহ ঢাকা জজশীপ, মহানগর জজশীপ, সিএমএম আদালত ও সিজেএম আদালতের বিচারকগণ। এছাড়া ঢাকা আইনজীবী সামিতির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসীমসহ অনান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নবীন আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, এই মহান পেশার রয়েছে দীর্ঘ ঐতিহ্য এবং নিজস্ব আইন কানুন শিষ্টাচার ও ব্যবহার বিধি। বিশ্ববিদ্যালয় হতে আইন শিক্ষা শেষে যে সকল নবীন আইনজীবী আইন পেশায় আগমন করেন তাদের ঐ বিষয়গুলোতে শিক্ষিত করা আবশ্যক। একারনে নবীন আইনজীবীদের বই পড়া ও সিনিয়র আইনজীবীদের কাছে থেকে জ্ঞান অর্জন দরকার। পাশাপাশি বিচারপ্রার্থী ও বিপক্ষের আইনজীবীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের তিনি আহবান জানান। এছাড়া বাংলাদেশে বিচার ব্যবস্থায় মামলা জট ও দীর্ঘসূত্রিতা রোধে তিনি আইনজীবীদের ভুমিকা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top