সকল মেনু

দেশে মধ্যবর্তি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই: নৌমন্ত্রী

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: বাংলাদেশে মধ্যবর্তি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন নৌ ও পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী পুরো ৫ বছর পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্ইে নির্বাচনে অংশ গ্রহণের জন্যে সব রাজনৈতিক দলগুলোকে  এখন থেকেই প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান মন্ত্রী। মঙ্গলবার বিকেলে চাঁদপুর মাদ্রসা ঘাটস্থ অস্থায়ী নৌ টার্মিণাল পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । বিএনপিকে উদ্দেশ্যে করে মন্ত্রী আরো বলেন, যারা ২০১৩ সালে সরকারকে বিনাশ করতে চেয়েছিল তারাই বিনাশ হয়ে গেছে। কারণ মানুষের ইচ্ছার বিরুদ্দে জোর করে কিছু করা যায় না। তিনি সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে বলেন, হরতালের দাবি কী ? জামায়াতে ইসলামকে রক্ষা করা? যুদ্ধাপরাধীদের রক্ষা করা? এ দাবি নিয়ে মানুষ কী তাদের সমর্থন দেবে? নিজেদের অপকর্ম দুর্নীতি ধামাচাপা দেয়ার জন্যে তারা হরতাল আহবান করে। আগামী দিনে এ হরতাল  তাদের ফ্লপ করবে। এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি এমপি, সংরক্ষিত মহিলা এমপি এড. নুরজাহান বেগম মুক্তা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদদ্দোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top