সকল মেনু

নগরকান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন-বিকুল মিয়া

নগরকান্দা প্রতিনিধি: গত ২৪ অক্টোবর দৈনিক নাগরিক বার্তা পত্রিকার প্রথম পাতায়, ২৫ অক্টোবর দৈনিক আমাদের সময় পত্রিকার ৬ এর পাতায়, ২৬ অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় ৯ এর পাতায় এবং ২৮ অক্টোবর দৈনিক সমকাল পত্রিকার শেষের পাতায় “ নগরকান্দায় সরকারি জলাশয় ভরাট করে যুবলীগ নেতার প্লট বিক্রি ” শিরোনামে প্রকশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নগরকান্দা পৌরসভার সাবেক কমিশনার মোরাদ হোসেন বিকুল মিয়া। গতকাল শুক্রবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন ‘ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন অসত্য এবং ভিত্তিহীন’। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন ১৫৪ নং নগরকান্দা মৌজার ৪০৮ নং দাগের যে জমির কথা নিউজে উল্লেখ করা হয়েছ্ েঐ জমির সাবেক সি এস দাগ নং ৭৫৯ তার দাদাদের নামে দলিল আছে । যার দলিল নং ৮৯১ তাং ১৬.০৫.১৯৩২, ও ১০২৬ তাং ২৭-০৫-১৯৩২ এবং ৮৯০ তাং ১৬-০৫-১৯৩২ মোট তিনটি দলিলে নগরকান্দা মৌজায় জমির পরিমান ৭ একর ৩৫ শতাংশ।  ৭ একর ৩৫ শতাংশের মধ্যে বিকুল মিয়ার দাদাদের নামে রেকর্ড হয় ৩ একর ৮৬ শতাংশ।  যে জায়গায়  মাটি ভরাট করা হয়েছে সেই জমি তার দাদাদের নামে দলিল আছে, যার আর এস খতিয়ান ২৫ এবং এস এ খতিয়ান ৪১। বাকি জমি আর এস ও এস এ খতিয়ানে সরকারের ১ নং খাস খতিয়ান ভুক্ত জমি নহে এবং সরকারের পানি উন্নয়ন বোর্ডের জমি নয়। বিকুল মিয়ারা দলিল মুলে ঐ জমির বৈধ সত্তাাধিকারী । ইহার মধ্যে বিকুল মিয়ার দাদার অংশ ১ একর ১৭ শতাংশ জমির রেকর্ড সংশোধনের জন্য ফরিদপুর জেলা যুগ্ম জজ আদালতে মামলা বিচারাধীন আছে যার মামলা নং দেওয়ানী – ২০/ ২০১৪। প্রায় অর্ধশত হিন্ধু পরিবারের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হবার উপক্রম হয়েছে বলে নিউজে উল্লেখ করা হয়েছে তা ও সঠিক নয়। কারন মুজুমদার বাড়ী থেকে বের হবার ৩ থেকে ৪ টি রাস্তা আছে এবং বিকুল মিয়াও রাস্তার জন্য ১০ ফুট জায়গা রেখেছেন যাতে পাকা রাস্তা করা যায়। হিন্ধু পরিবকারের সদস্যদের ভয়ভীতি দেখানোর ব্যাপারে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে বিকুল মিয়া বলেন, “ আমার বাপ-দাদাদের আমল থেকে হিন্দুদের সাথে আমাদের সুসম্পর্ক চলে আসছে। একজন হিন্দু ও যদি বলতে পারেন আমি তাদেরকে হুমকি দিয়েছি তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব এবং যে বিচার হয় মাথা পেতে নিব ”। আপনার বিরুদ্ধে কেন তরুন পোদ্দাররা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন “তরুন পোদ্দার একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। সে একাধিকবার গ্রেফতার ও হয়েছে। তার ধারনা আমার দেয়া তথ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে তাই সে আমার উপর  ক্ষিপ্ত। এছাড়া তরুন পোদ্দারের বোন তাপসী পোদ্দার বেশ- কয়েক বছর আগে ‘কথা ও কৃষ্ণকলি’ নাটকে হজরত ফাতেমা (রাঃ) চরিত্রকে ব্যঙ্গ করে অভিনয় করলে ফরিদপুর সহ সারা বাংলাদেশে ধর্মপ্রান মুসলমানরা  তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। একজন মুসলমান হিসেবে তিনি  এই আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করায় তার উপর তরুন পোদ্দারদের পরিবার  চরমভাবে ক্ষুব্দ হয়ে আছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিকুল মিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top