সকল মেনু

কোটালীপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

 কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নিরাঞ্জন ওঝার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগ দেবার কথা বলে উপজেলার সাদুল্লাপুর ও কলাবাড়ী ইউনিয়নের শতাধিক পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যুৎ সংযোগ না পেয়ে এসব পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে অভিযোগ দাখিল করেছেন। কলাবাড়ী ইউনিয়নের মাছপাড়া গ্রামের অসীম বাড়ৈ বলেন,গত বছর ফেব্রুয়ারী মাসে আমার বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেবার কথা বলে নিরাঞ্জন ওঝা ২৫ হাজার টাকা নিয়েছে। প্রায় দুই বছর অতিবাহিত হলেও আমি এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পাইনি। সাদুল্লাপুর ইউনিয়নের চৈতারবাড়ী গ্রামের সুকচাঁন বাড়ৈ বলেন,আমার বাড়ী বিদ্যুৎ সংযোগ দেবার জন্য ট্যান্সফারমারের লোড বাড়ানো কথা বলে ৭ হাজার টাকা নিয়েছে। কলাবাড়ী ইউনিয়নের কদমবাড়ী গ্রামের অমলেন্দু সরকার বলেন, আমার বাড়ীতে তিনটি মিটার দেবার কথা বলে নিরাঞ্জন ওঝা আট মাস আগে ১৫ হাজার টাকা নিয়েছে। এখনও আমরা মিটার সংযোগ পায়নি। এব্যাপারে নিরাঞ্জন ওঝার কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী অনিক কুমার রায় বলেন, অভিযোগ প্রমানিত হলে জিএম স্যার ব্যবস্থা নিবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top