জেলা প্রতিনিধি,বগুড়া: সদর উপজেলায় মোয়াজ্জম হোসেন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন সদরের শাখারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চালিতাবাড়ি গ্রামের আফজাল হোসেনে ছেলে।
বগুড়া সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম হটনিউজ২৪বিডি.কমকে জানান, মোয়াজ্জেম হোসেনসহ ১০-১২ জন নেতাকর্মী স্থানীয় আনন্দগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চালিতাবাড়ি উত্তরপাড়া গ্রামের রাস্তায় পৌঁছিলে ৮-১০ টি মটরসাইকেলে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি গুলিবর্ষণে যে যার মতো পালিয়ে আত্মগোপন করে।
পরে মোয়াজ্জেম হোসেনকে একটি কলারবাগানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪টি রিভলবারের গুলির খোসা উদ্ধার করে।
শজিমেক (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির টিএস আই শাহ আলম হটনিউজ২৪বিডি.কমকে জানান, মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে ভর্তির পর রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ণ রয়েছে।
আওয়ামী লীগ নেতা তারাজুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় বিরোধের জের ধরে ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত মোয়াজ্জেম হোসেনকে হত্যা করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।