সকল মেনু

লাউয়াছড়া ন্যাশনাল পার্কের রেলওয়ে ক্রসিং চরম বিপজ্জনক

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া ন্যাশনাল পার্কের অভ্যন্তরে গেট ও গেটম্যানবিহিন অবস্থায় আছে  রেলওয়ের ই/৭৫ নম্বর ক্রসিংটি। সিলেট-আখাউড়া রেল সেকশনের ভানুগাছ-শ্রীমঙ্গল রেলস্টেশনের মধ্যবর্তী ২৯৪/৩-৪ রেল কিলোমিটারে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের অভ্যন্তরে এ ক্রসিংটি অরক্ষিত ও গেটম্যানবিহীন অবস্থায় থাকার কারণে যে কোনো মূহুর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা করছেন পর্যটক দর্শনার্থীরা। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন সচেতন মহল। স্থানীয় বনবিভাগ সূত্র জানায়, ১৯২০ সালে ১২৫০ হেক্টর এলাকা জুড়ে প্লানটেশন করে গড়ে তোলা হয় গ্রীষ্মমন্ডলীয় এই পাহাড়ী চিরসবুজ বনাঞ্চল। এই বনের মধ্য দিয়ে প্রবাহমান সিলেট-আখাউড়া রেলপথ। লাউয়াছড়া ফরেষ্ট বনবিট কার্যালয় ও লাউয়াছড়া ইন্সপেকশন বাঙলোর মধ্যবর্তী স্থানে এই রেল ক্রসিংটির অবস্থান। লাউয়াছড়ায় জীববৈচিত্র্য রক্ষার কাজে নিয়োজিত ক্লাইমেট রেসিলিয়েন্ট ইকোসিস্টেমস লাইভলিহুড (ক্রেল) প্রজেক্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে লাউয়াছড়ায় হাজার হাজার দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটছে। প্রতিদিন শিশু ও নারীসহ দর্শনার্থীরা ছুটে আসছে লাউয়াছড়ার শ্যামল প্রান্তরে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, লাউয়াছড়া ন্যাশনাল পার্কে দিন দিন পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। এছাড়া এ পার্কে ভিআইপিসহ দেশী-বিদেশী ট্যুরিষ্টরা বিপজ্জনক রেলক্রসিং অতিক্রম করে বনভ্রমণ করেন। অথচ এ রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকরা রেল ক্রসিং পারাপার হন। ফলে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে।  এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রেল ক্রসিংয়ের উভয় পাশে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তবে এ রেল ক্রসিং-এ একটি গেইট স্থাপনের ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top