সকল মেনু

নেত্রকোনা বিএনপি হামলা-মামলায় জর্জরিত- প্রস্তুতি সভায় সালাউদ্দিন

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: “ বেগম খালেদা জিয়া অঙ্গীকার রুখবো এবার স্বৈরাচার” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল নেত্রকোনা জেলা বিএনপির  সম্মেলন’ ২০১৪। জেলা বিএনপির আয়োজনে পৌরসভার চকপাড়া এলাকায় দিনব্যাপি এ কর্মসূচী চলে। বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ন-মহাসচিব সালাহ্ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তৃতায় সালাহ্ উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, অবৈধ সরকার বিএনপিকে পুরোপুরি নিস্ক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন ইসূতে নেত্রকোনার নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, হামলা করছে। পুর্বের কমিটি বিলুপ্ত করার পর পদে সাবেক জেলা সভাপতি আশরাশ উদ্দিন খান বর্তমানে সভাপতি পদে বহাল রেখে, সাধারন সম্পাদক ডা: আনোয়ারুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে এইচ এম মনিরুজ্জামান দুদু ১৫২৫ জন সদস্যের ভোটের প্রেক্ষিতে ১৫০০ জনের ভোটাধিকারের ভোট প্রয়োগে নির্বাচিত হন। বিএনপির একটি সূত্র জানায়, পরবর্তীতে পর্যায়ক্রমে আনুমামিক ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। এদিকে জেলা বিএনপির কমিটি থেকে বাদ পড়া অন্য অংশের নেতারা জেলা সদরের মোক্তারপাড়াস্থ পুরাতন ফৌজদারি প্রাঙ্গনে বিক্ষোভ করে। নেত্রকোনা জেলা বিএনপি থেকে বহিস্কৃত নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাতুল কাদের সুজা এবং তার রাজনৈতিক অনুসারী নবগঠিত কমিটি থেকে বাদ পড়া নেতারা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা মিছিল করতে চাইলে পুলিশি বাধার মুখে তা পন্ড হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top