সকল মেনু

উনি কী তা দেখতে পাচ্ছেন না- প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলনের নামে মানুষ হত্যা করলে সহজে ছেড়ে দেব না, হতে দেবো না। এটা উনাদের মনে রাখা উচিত।’

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নেত্রী তো হুমকি-টুমকি দিচ্ছেন, এমন আন্দোলন করবেন সরকার উৎখাত করে ফেলবেন। কিন্তু উনি কী জানেন সরকার উৎখাত করতে গিয়ে নিজের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে? উনি কী তা দেখতে পাচ্ছেন না!’

তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আর্ন্তজাতিক ভাবমূর্তি উজ্জল হয়েছে। ২০০৯ সালে সরকার গঠন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করেছি। তাই দেশ আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থায় জায়গা করে নিয়েছে।’

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) পদে সংসদ সদস্য দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) নির্বাচনে সাবের হোসেন চৌধুরীর নির্বাচিত হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে দুটি পদ, একটি দেশ, এক সপ্তাহের ব্যবধানে জয়ী হওয়া এটা কিন্তু আর কোনো দেশ পারে নাই।’

‘কিন্তু এই জয়ে খুশি হতে পারেন নাই তারাই, যাদের জন্মই হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে এবং উচ্ছিষ্টদের নিয়ে দল গঠন করে।’

‘দেশের মানুষ এখন আর্থ-সামাজিক স্বস্তিতে আছেন। এই স্বস্তি যাতে কেউ নসাৎ করতে না পারে এজন্য সচেষ্ট থাকতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ-সজ্জা, গহনা ও অর্থ-সম্পদের বিভিন্ন উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘যাদের ভাঙা স্যুটকেস ছিল, তাদের কোথা থেকে এত সম্পদ এলো? ভাঙা স্যুটকেসটা কি জাদুর বাক্স হয়েছিল? তাহলে হয় সেটা জাদুর বাক্স হয়েছিল, না হয় চুরি করেছে। তাই মামলার তারিখ এলেই হরতাল দেয়। কারণ কোর্টে হাজিরা দিলেই তো ধরা পড়ে যাবে। যেহেতু দুর্নীতি করেছে, চুরি করেছে!’

দেশের মানুষকে এরকম ভাওতাবাজ, ধোঁকাবাজদের হাত থেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top