সকল মেনু

নেত্রকোনায় স্ত্রী-সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

 পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: স্ত্রী এবং সন্তান হত্যার অভিযোগে স্বামী আবুল হাশেম (৩৫) কে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে নেত্রকোনা আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি  আবুল হাশেম জেলার সদর উপজেলার সাটিয়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। আজ বুধবার আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় প্রদান করেন।  আদালত সুত্র জানান, জেলার সদর উপজেলার দুধকুড়া গ্রামের লালু শেখের মেয়ে আয়েশা খাতুন (২৫) এর সঙ্গে আবুল হাশেমের বিয়ে হয়। দুই সন্তানের জনকদের বড় ছেলে আশেকুল তিন বছর বয়সে মারা যায়। আশেকুল মারা যাওয়ার তিনদিন পর স্ত্রী ও ১১ মাস বয়সী তরিকুলকে হাশেম তার নিজ বাড়ি সাটিয়ায় নিয়ে যান। বড় সন্তানের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে হাশেম ২০০৩ সালের ৬ নভেম্বর রাতে নিজ বসতঘরে স্ত্রী আয়েশা ও শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করে মৃতদেহ নিকটবর্তী জঙ্গলে ফেলে রাখে। পরবর্তীতে ঘটনার তিনদিন পর ৯ নভেম্বর আয়েশার মা রাবিয়া খাতুন বাদী হয়ে এ ঘটনায় জামাতা হাশেমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৪ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় প্রদান করেন। মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন আশীষ কুমার সিংহ ও বাদীপক্ষে ছিলেন এপিপি সাইফুল আলম প্রদীপ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top