সকল মেনু

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তির অভিযোগে দুই জন রিমান্ডে

 আদা লত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে হায়দার আলী ওরফে মামুনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।  ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মামলার নথি সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই আসামিকে আটক করা হয়। ওই সময় তার কাছে রক্ষিত কতগুলো ব্যাঙ্গচিত্রসহ একটি পেনড্রাইভ পাওয়া যায়। ওই পেনড্রাইভে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিকৃত করে ‘এবারের সংগ্রাম, ইসলাম ধ্বংস করার সংগ্রাম, এবারের সংগ্রাম, বাংলার মানুষকে হত্যা করার সংগ্রাম’ ‘রক্ত যখন খেয়েছি আরও খাব, এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়ব’- এমন ব্যাঙ্গ বক্তব্য পাওয়া যায়। এছাড়াও ওই আসামির কাছে রানা প্লাজা, তিস্তা চুক্তি, টিপাইমুখ বাঁধ ও ট্রানজিটসহ আরও নানান বিষয়ের ব্যাঙ্গচিত্র পাওয়া যায়। এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার বাদী হয়ে এ মামলাটি করেন।  এদিকে অন্য আরেক ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মো. মাইনুল ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মিরপুর থানার এস আই মো. রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম ইনুস আলী এক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এরআগে আসামি মাইনুলকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ৩ নং গেটের সামনে থেকে অটক করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top