সকল মেনু

লিউনস্কি থেকে ‘বিশেষ সুবিধা’ নিতেন ক্লিনটন

  ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে প্রেমের সম্পর্ক ফাঁসের ১৩ বছর পর প্রথমবারের মতো তা স্বীকার করলেন মনিকা লিউনস্কি। সোমবার ফরবেজ সম্মেলনে এ স্বীকারোক্তিমূলক এ বক্তব্য দেন তিনি। তাদের প্রেমের সম্পর্ক ফাঁস হওয়ার পর মিডিয়ার বাড়াবাড়ির কারণে একপর্যায়ে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে জানান। মঙ্গলবার এনডিটিভি ও ডেইলি মেইলের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে মনিকা লিউনস্কি বলেন, ১৩ বছর আগে আমি আমার বসের (বিল ক্লিনটন) প্রেমে পড়েছিলাম। আমার বস আমার কাছ থেকে বিশেষ সব সুবিধা নিতেন। নিজের অবস্থানে সব সময় অবিচল ছিলেন বলেও দাবি করেন লিউনস্কি। বিশেষ সুবিধা কী সে ব্যাপাওে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। খবরে বলা হয়, ওই ঘটনার পর ইন্টারনেটের মাধ্যমে সেসব সংবাদ ও গাল-গপ্প ছড়িয়েছিল, সেগুলোর কারণে এক সময় আত্মহত্যার কথা ভেবেছিলেন মনিকা। তিনি বলেন, ‘কম্পিউটারের পর্দায় লেখাগুলো দেখে ‘ও ঈশ্বর’ বলে চিৎকার করতে করতে সারাটা দিন পার করতাম আমি। তখন শুধু মাথায় ঘুরত, আমি মরতে চাই।’ বিল ক্লিনটন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন তার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে আলোচনায় এসেছিলেন লিউনস্কি। তিনি সে সময় হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে কাজ করতেন।

তথ্যসূত্র : ডেইলি মেইল, এনডিটিভি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top