সকল মেনু

৮ম দিনে ভোলায় ১৬ জেলের কারাদন্ড

 ভোলা প্রতিনিধি:সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ভোলার মেঘনায় অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে এবং ৩৩ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর পর্যন্ত ভোলা সদর, দৌলতখান, লালমোহন, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে আটক জেলেদের এ জেল-জরিমানা করা হয়। জেলা প্রসাসন সূত্রে জানা গেছে, মেঘনায় মাছ ধরার অপরাধে চরফ্যাশনে ১৬ জেলেকে আটক করে প্রত্যেককে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ভোলা সদরে ১১ জনের কাছ থেকে ১৬, হাজার ৫শ’ টাকা, ৫ হাজার মিটার জাল ও ৪০ কেজি মাছ, দৌলতখানে ৪ জনের কাছ থেকে ২০ হাজার টাকা, ১টি নৌকা, ৮ হাজার মিটার জাল ও ২০ কেজি মাছ, তজুমদ্দিনে ৩ টি নৌকা, ২ হাজার মিটার জাল এবং ৩০ কেজি মাছ, লালমোহনে ৫ জনের কাছ থেকে ১০ হাজার টাকা, চরফ্যাশনে ৩ টি নৌকা, ১০ হাজার মিটার জাল এবং মনপুরায় ৩ হাজার মিটার জাল ও ১০ কেজি মাছ উদ্ধার এবং জরিমানা আদায় করা হয়েছে। উল্লে¬খ্য, ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসূম। এ সময় মাছ সাগর থেকে নদীতে এসে ডিম ছাড়ে। মাছের এ প্রজনন প্রক্রিয়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ১১দিন ভোলার ১শ’ ৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top