সকল মেনু

১৬ কোটি মানুষের জন্য চিন্তা করি: রাষ্ট্রপতি

হটনিউজ ডেস্ক : আমি নিরপেক্ষ, ১৬ কোটি মানুষের জন্য চিন্তা করি। দেশে টাকা পাঠাবেন এবং দেশে কলকারখানা স্থাপন করে দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন।বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাতে মদিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি আরও বলেন, আমাকে অনেক সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়। আর না হলে আমি নিজেই খুঁজে খুঁজে বাংলাদেশিদের বের করতাম। তিনি বলেন, হজে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিটি বাংলাদেশির জন্য দোয়া করেছি। আপনারাও দেশের জন্য দোয়া করবেন। মতবিনিময় শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর প্রসঙ্গ আসতেই রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিমায় বলেন, ‘এই পাগল ছাগলের কথা আর বইলেন না’। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার সভাপতি ডা. কে এম মাসুদুর রহমানের নেতৃত্বে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. নিয়াজ মোহাম্মদ খান, সহ সভাপতি প্রকৌশলী কাওছার আহামেদ, কৃষিবিদ শামীম আবেদিন, যুগ্ন সাধারণ সম্পাদক  শাহরিয়ার নুরুদ্দিন মোহাম্মদ মাহবুব, মদীনা শাখার সভাপতি মোহাম্মদ ইদ্রিস, বঙ্গবন্ধু পরিষদ দাম্মাম শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। রাষ্ট্রপতি উপস্থিত সকলের বিস্তারিত পরিচয় এবং তাদের খোঁজ-খবর নেন। উপস্থিত নেতারাও সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসাবে সপরিবারে হজ পালন শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top