সকল মেনু

হংকংয়ের সংকট নিরসনে আলোচনা শুক্রবার

 ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে হংকংয়ে যে সংকট দেখা দিয়েছে, তা নিরসনে সরকার ও গণতন্ত্রপন্থীদের মধ্যে শুক্রবার আলোচনা শুরু হবে।  বুধবার বিবিসি জানিয়েছে, হংকং সরকারের আন্ডার সেক্রেটারি লাও কং-ওয়া জানান, ২০১৭ সালে প্রধান নির্বাহী নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক সংস্কারের আইনগত দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। চীন শাসিত হংকংয়ের গণতন্ত্রপন্থীরা বলছে, নেতা নির্বাচনে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। কিন্তু বেইজিং সরকারের বক্তব্য, তারা কয়েকজন প্রার্থী মনোনয়ন দেবে। এদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচিত করবে হংকংবাসী। হংকংয়ের হাজার হাজার মানুষ এ সিদ্ধান্তের প্রতিবাদে গত সপ্তাহে রাস্তায় নামে। এতে কেন্দ্রীয় হংকং ও বাণিজ্যিক বন্দর মং ককে অচলাবস্থা তৈরি হয়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার পর সরকারপক্ষ ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার সিদ্ধান্ত হয়। আলোচনার সিদ্ধান্তের পর হংকংয়ের পরিস্থিতি এখন শান্ত। বিক্ষোভকারীদের অধিকাংশই ঘরে ফিরে গেছে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে উভয় পক্ষের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা শুরু হয়। সোমবার রাতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনায় বসে সরকারের প্রতিনিধিরা। হংকংয়ে গত সপ্তাহজুড়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলন ছিল তুঙ্গে। বেইজিং মনোনীত নেতা সাই লিউংয়ের পদত্যাগ দাবি করে আসছিল তারা। পাশাপাশি ২০১৭ সালের নির্বাচনে হংকংবাসী যাকে চায় তাকে নির্বাচিত করার ক্ষমতা দেওয়ার দাবি জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top