সকল মেনু

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের লুন্ঠিত টাকার মূলহোতা গ্রেফতার

 এসএস মিঠু  ,জয়পুরহাট : জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের  ১কোটি ৯৫লাখ টাকা ডাকাতির ঘটনায় বুধবার কুষ্টিয়া থেকে লুন্ঠিত ৯লাখ টাকা সহ ওই সংঘবদ্ধ দলের মূল পরিকল্পনাকারি (মূলহোতা) কে গ্রেফতার করা হয়েছে  তবে এখনও সেখানে তার অপর সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকায় ঘটনার তদন্ত ও র্দুধর্ষ অপরাধীদের স্বার্থে  ওই ডাকাত দলের মূলহোতার নাম-পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ। এ নিয়ে এ ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতাকৃতের মোট সংখ্যা দাঁড়ালো ২-এ । এর আগে ওই ব্যাংক ডাকাতির ঘটনায় ওই ব্যাংকের পার্শ্ববতী ভবনের দোতলায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখার নাজমুল ইসলাম নামে এক নৈশ প্রহরীকে গ্রেফতার করেছিল জয়পুরহাট সদর থানা পুলিশ। এ দিকে  বুধবার সকালে বেসরকারি টেলিভিশন ‘এনটিভি’ সহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে ডাকাতির ঘটনায় নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ২জনকে আটকের কথা প্রচারিত হলেও সে সম্পর্কে কোন তথ্যই দিতে পারেন নি র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জয়পুরহাটের পুলিশ সুপার সুপার আবু কালাম সিদ্দিক জানান, ব্র্যাক ব্যাংকে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আটক ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে বুধবার কুষ্টিয়া থেকে ওই সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা কে গ্রেফতার সহ ওই ব্যাংক লুটের ৯লাখ টাকা  উদ্ধার করা হয়েছে।এখন তার দলের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান চলছে। এ মূহুর্তে আমরা মিডিয়াকে এর বেশি আর কিছু জানাতে পারছি না। তবে এ ব্যাপারে আজ (বুধবার) রাতের মধ্যে আরও বড় ধরনের সাফল্য অর্জনের সম্ভবনা রয়েছে। আশা করছি,আগামীকাল (বৃহস্পতিবার) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যাংক ডাকাতির মূল পরিকল্পনাকারি ও  মূলহোতাকে  সাংবাদিকদের সামনে  উপস্থিত করে এ ঘটনায় পুলিশের তদন্ত ও  গ্রেফতার অভিযানের সর্বশেষ তথ্য তুলে ধরতে পারবো।’  অপর এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার  বলেন, ‘জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের ডাকাতির ঘটনায় নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ২জনকে আটকের কথা আমিও টেলিভিশনে জেনেছি।তবে সে সম্পর্কে ঢাকাস্থ র‌্যাব হেডকোয়ার্টার বা পুলিশের সদর দফতর থেকে এখনও আমাকে কিছু জানানো হয়নি।সুতরাং ওই সর্ম্পকে আমার কোন তথ্য জানা নেই’। উল্লেখ্য, গত ২৭সেপ্টেম্বর  রাতে জয়পুরহাট শহরের ব্যস্ততম প্রধান সড়কের শাহজাহান ম্যানসনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্র্যাক ব্যাংকের ১কোটি ৯৫লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top