সকল মেনু

লতিফ সিদ্দিকী’র মন্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ঢাকায় বারবার টেলিফোন

 মনিরুল ইসলাম, লন্ডন: পবিত্র হ্জ্ব ও তাবলিগ জামাত নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যে চরম ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ট একটি সূত্র হটনিউজ২৪বিডি.কমকে জানায়, নিউইয়র্ক থেকে হিথরো বিমান বন্দরে এসে অবতরণের পরপরই প্রধানমন্ত্রী এ বিষয়ে ঢাকায় সরকার ও দলের শীর্ষ নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে এ সময় প্রধানমন্ত্রী তাঁর চরম অসন্তুষ্টির কথা জানান ঢাকাকে। সূত্র জানায় বিমান বন্দর থেকে হোটেল হিল্টন অন পার্কলেইনে এসে পৌছার পর সোমবার ও আজ মঙ্গলবার ঢাকার সাথে এ বিষয়ে আরও কয়েক দফা টেলিফোন আলাপ করেছেন প্রধানমন্ত্রী। পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকীর এমন আপত্তিকর মন্তব্যে দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ ফুঁসছে বলে ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপি ও ধর্মান্ধ গ্রুপগুলো রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে, এমনটাও জানানো হয় প্রধানমন্ত্রীকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top