সকল মেনু

ফেইসবুকে সময় নষ্ঠ না করে মনযোগ দিয়ে লেখাপড়া করার আহবান-সৈয়দ মহসীন আলী

 এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার: গানে গানে শিক্ষার্থীদের উজ্জীবিত করলেন সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী। মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুন্দর জীবন গড়তে দিক নির্দেশনা মূলক বক্তব্য আর গান গেয়ে শিক্ষার্থীদের মন জয় করলেন মন্ত্রী। ২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ মাঠে বার্ষিক এ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ মো: শাহজানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সরকারী কলেজের অধ্যক্ষ মো শহীদুল্লাহ, পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সহকারী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, প্রভাষক আব্দুল মালিক, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া আহমদ। আলোচনা সভায় বক্তরা বলেন, প্রথমে ছোট পরিসরে এই কলেজের যাত্রা শুরু হলেও বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীদের তুলনায় অন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি হয়নি। একাডেমীক ভবন,ডরমেটরী, হোস্টেল, বাস, অডিটোরিয়াম সহ বিভিন্ন সমস্যা রয়েছে কলেজে। এর ফলে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। তাই নারী শিক্ষার উন্নয়নে কলেজের সমস্যা সমাধানে অবিলম্বে মন্ত্রীর সহযোগীতা চান বক্তরা। এ সময় মন্ত্রী  একটি নতুন ভবন নির্মানের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, যে দিন চলে যায় সে দিন আর ফিরে পাওয়া যায় না। ফেইসবুকে সময় নষ্ঠ না করে মনযোগ দিয়ে লেখাপড়া করে মেধা ও যোগ্যতা দিয়ে নিজের পায়ে দাড়াতে হবে। সবাইকে প্রধান মন্ত্রীর উন্নত দেশ গড়ারার স্বপ্ন বাস্তবায়নে সামিল হওয়ার আহবানও জানান মন্ত্রী। পরে মন্ত্রীর গানে মূখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top