সকল মেনু

ঘুষ নেওয়ায় শাহজালালে আনসার সদস্য ক্লোজ

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আনসার সদস্যকে ক্লোজ করা হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে বিমানবন্দরের টার্মিনাল-১ এ এই ঘটনা ঘটে। আনসার ব্যাটেলিয়নের শিফট ইনচার্জ কামরুল আহসান হটনিউজ২৪বিডি.কমকে বিষটি নিশ্চিত করেছন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুবাই থেকে আসা যাত্রী নাজমুল এক নম্বর টার্মিনালে অপেক্ষা করছিলেন। এসময় গাড়ি সাইড করে দেওয়ার নাম করে কতর্ব্যরত আনসার সদস্য উজ্জল নাজমুলের কাছ থেকে ৫ দিরহাম ঘুষ গ্রহণ করেন। এসময় আর্মড পুলিশ ব্যাটেলিয়ন বিষয়টি দেখে ফেললে যাত্রী ও উজ্জলকে এপিবিএন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  পরে উজ্জলের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ঘুষের ৫ দিরহামের নোট জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে উজ্জলের ডিউটি বাতিল করে আশকোনা ক্যাম্পে সংযুক্তির আদেশ দেওয়া হয়। এদিকে বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের বিরুদ্ধে প্রায়ই এ ধরনের অভিযোগ আসে করেন যাত্রীরা। তাদের অভিযাগ, কারণে অকারণে আনসার সদস্যরা ঘুষ দাবি করে বসেন। তাদের এ ধরনের আচরণে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়েন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top