সকল মেনু

দেশীয় শিল্প বিকাশে শ্রেষ্ঠ উদাহরণ ওয়ালটন-জ্বালানী উপদেষ্টা

 অর্থনৈতিক প্রতিবেদক: জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী বলেছেন, দেশীয় শিল্প এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস যোগাচ্ছে ওয়ালটন। তিনি বলেন, দেশীয় শিল্প বিকাশে অন্যতম শ্রেষ্ঠ উদাহরন ওয়ালটন। তারা যেভাবে পরিকল্পনা করেছে, তার চেয়েও বেশি এগিয়েছে।প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা গতকাল বুধবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তৌফিক ই এলাহী চৌধুরী আরো বলেন, বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে সাহস ও দূরদর্শিতা দেখিয়েছেন ওয়ালটন। তিনি আশা প্রকাশ করেন, ওয়ালটনের অগ্রযাত্রাকে অনুসরণ করে অন্যান্য শিল্প  উদ্যোক্তারা এগিয়ে আসবে। সময়ের তুলনায় ওয়ালটন অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর সূচনা করেছিল ওয়ালটন । তাদের পথ ধরে আরও অনেক প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে, তারাও ভালো করছে। দেশীয় শিল্প বিকাশে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও উল্রেখ করেন তিনি। ’এর আগে উপদেষ্টাকে কারখানায় স্বাগত জানান ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে উপদেষ্টা ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার ও মোটরসাইকেল তৈরির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। উপদেষ্টা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং কর্ম পরিবেশ ঘুরে দেখেন। উৎপাদন ও মানোন্নয়ন প্রক্রিয়া দেখে ওয়ালটন পন্যের গুনগত মানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘দেশীয় উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে সরকারের  আন্তরিকতার কোন অভাব নেই। আমরা আশা করি দেশীয় ব্র্যান্ডের বিকাশ উত্তরোত্তর বৃদ্ধি পাবে ।’উপদেষ্টার পরিদর্শনকালে আর বি গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম সামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম শামিম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানবসম্পদ বিভাগের র্ফাস্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর লে. কর্নেল (অব.) মো. আব্দুল কাদের, ফাস্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমূখ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top