সকল মেনু

ইসরায়েলে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

  ডেস্ক রিপোর্ট : ইহুদিবাদী দেশ ইসরায়েলে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। এ নামের ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ থাকলেও তোয়াক্কা করেই নিজের ছেলে সন্তানের নাম মোহাম্মদ রাখছেন দেশটির মা-বাবারা। মুসলিম বিদ্বেষী দেশটিতে মোহাম্মদ (স.) নাম অনুসরণ করে সন্তানের নাম রাখায় বিশ্ববাসী অনেকে অবাক হয়েছেন।

সরকারি নামের তালিকায় মোহাম্মদ নামকে লুপ্ত করে রাখা  হয়েছে। কিন্তু তারপরও এ নামটি সবচেয়ে বেশি জনপ্রিয়।

ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসী কর্তৃপক্ষ গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দেশটিতে সেরা ১০টি নামের তালিকায় মোহাম্মদ সবচেয়ে এগিয়ে। আরবি নাম আহমেদও দেশটির নিষিদ্ধের তালিকায় রয়েছে। কিন্তু ইসরায়েলে জনপ্রিয় নামের তালিকায় এর স্থান নবম।

এ ছাড়া ইসরায়েলে সবচেয়ে বেশি ব্যবহৃত নামের মধ্যে রয়েছে, ইউসেফ, ড্যানিয়াল, উরু, ইতাই, ওমর, আদম, নোয়াম, অ্যারিয়েল, ইতান ও ডেভিড।

কন্যাশিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম তামার ও নোয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top