সকল মেনু

বাংলাদেশের ইতিহাস গড়া হলো না

  ক্রীড়া ডেস্ক : ২৮ বছর পর এশিয়ান গেমস ফুটবলে জয় পেয়ে স্বপ্ন বিলাসী হয়ে উঠেছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। স্বপ্ন দেখছিল প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়ার। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হয়ে ধরা দিল না মামুনুলদের কাছে। সোমবার হংকংয়ের কাছে ২-১ গোলে হেরে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অধরাই থেকে যায়। এশিয়ান গেমস ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় আফগানিস্তানকে। এরপরই স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। স্বপ্ন দেখতে শুরু করে শক্তিশালী উজবেকিস্তান ও হংকংকে হারানোর। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে যায়। তারপরও সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠার। সেক্ষেত্রে শেষ ম্যাচে হংকং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার ছিল লাল-সবুজের জার্সিধারীদের। কিন্তু হংকংকে হারিয়ে ফুটবলপ্রেমীদের স্বপ্ন পূরণ করতে পারেনি বাংলাদেশ। ২-১ গোলে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় নেয় লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। হংকংয়ের বিপক্ষে সোমবার ম্যাচের শুরু থেকেই লড়াই করে বাংলাদেশ। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে লড়াই চলে সমানে-সমান। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তাদের স্ট্যামিনা আর ধরে রাখতে পারেনি। হংকংয়ের আক্রমণের মুখে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। ম্যাচের ৫২ মিনিটে হংকংয়ের আনান ক্রিশ্চিয়ান গোল করে এগিয়ে নেন দলকে। ৭৩ মিনিটে লাম হক-হেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে পিছিয়ে পরে কিছুটা স্বম্ভিত ফিরে পায় বাংলাদেশ। ৭৭ মিনিটে বাংলাদেশের সজীব একটি গোল শোধ দেন। এরপর হংকংয়ের রক্ষণ দেয়াল আর ভাঙতে পারেননি মামুনুলরা। কাঁপাতে পারেনি প্রতিপক্ষের জাল। অবশ্য এই ম্যাচে ড্র করলেও বাংলাদেশকে বিদায় নিতে হতো। ইতিহাস গড়ার পথে জয় ভিন্ন কোনো পথ খোলা ছিল না। শেষ পর্যন্ত ২-১ গোলের হারের মধ্য দিয়ে স্বপ্নভঙ্গ হয় দ্বিতীয় রাউন্ডে ওঠার। স্বপ্নভঙ্গ হয় ইতিহাস গড়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top