সকল মেনু

২০ দলের ১২ ঘণ্টার হরতাল চলছে

  নিজস্ব প্রতিবেদক : জামায়াতের হরতাল শেষ হতে-না-হতেই শুরু হলো বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে আজ সোমবার হরতাল পালন করছে জোটটি। সকাল ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল ৯টার সময় এ খবর লেখা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের প্রভাব পড়েনি নগরীর যানবাহনে। সকালে রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর, মিরপুর-১১ নম্বর, পূরবী ও শ্যামলী, গাবতলী, কচুখেত, কালশিসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। হরতালেও নগরীর ওইসব রাস্তাঘাটে যাত্রীবাহী যানবাহন স্বাভাবিক দিনের মতই চলাচল করছে। কর্মমুখী মানুষকে সকাল থেকেই দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রায়। মেঘলা আবহাওয়ায় যাত্রী সংখ্যা কম হলেও হরতালের প্রভাব সেভাবে দেখা যায়নি।

রাজধানীর মতিঝিলে এক বেসরকারি কোম্পানিতে কর্মরত আসাদ হোসেন হটনিউজ২৪বিডি.কমকে জানান, হরতালের কারণে যানবাহন পেতে সমস্যা হবে ভেবে আজ একটু আগেই বের হয়েছি। কিন্তু রাস্তায় এসে যানবাহন চলাচল দেখে মনে হচ্ছে যাতায়াতের কোনো সমস্যা হবে না। বিভিন্ন রুটের যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।

গত বুধবার বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইনপ্রণেতাদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বিল পাস করে জাতীয় সংসদ। এর প্রতিবাদে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে শনিবার হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি এবং জ্যেষ্ঠ আইনজীবীদের বিরোধিতার মধ্যেই ওইদিন সংসদ অধিবেশনে সর্বসম্মতভাবে পাস হয় শাসনতন্ত্র সংশোধনের এই প্রস্তাব। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ হওয়ার মধ্য দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী কার্যকর হবে।

এদিকে সরকার অভিযোগ করেছে, বিএনপির নেতৃত্বে যে হরতাল ডাকা হয়েছে, তার উদ্দেশ্য আর জামায়াতের উদ্দেশ্য একই। এ বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি বলেছে, হরতাল বানচালের চেষ্টা করছে সরকার।

রোববার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদসম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান এক সংবাদ সম্মেলনে হরতাল শান্তিপূর্ণ হবে বলে জানান। একই সঙ্গে হরতালে উসকানি না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

হজযাত্রীদের যানবাহন, খাওয়ার হোটেল, ওষুধের দোকান, ফায়ারব্রিগেড, অ্যাম্বুলেন্স, সংবাদমাধ্যম, সাংবাদিকদের ব্যবহৃত যানবাহন এবং লাশ বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top