সকল মেনু

এ কে খন্দকার বিএনপি-জামায়াতের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  জবি প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশে এখন গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তথ্য বিভ্রান্তি করে বিএনপি জামায়াতের সঙ্গে এ কে খন্দকার এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ রেঁনেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘প্রথম বাংলাদেশ শান্তি উৎসব-২০১৪’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের সার্বিক শান্তি ও অগ্রগতির জন্য সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি-জামায়াত হরতাল ডেকে শান্তি নষ্ট করার পাঁয়তারা করছে।’

তিনি আরো বলেন, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতির এই মূল প্রতিপাদ্য বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি জনগণের শান্তি প্রতিষ্ঠার জন্য বারবার বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। ফিলিস্তিনি জনগণের প্রতি সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রতি দিয়ে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছেন।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ প্রতিষ্ঠা করে যে মুহূর্তে শান্তির বার্তা এনে দিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে তাকে সপরিবারে হত্যা করে শান্তির অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছে।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস, নীলদলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফ-উল-আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. রশীদ আশকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. চিন্ময় হাওলাদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী বক্তব্য রাখেন।

সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেঁনেসা ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট এবং জগন্নাথ বিশ্ববদ্যিালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জহির উদ্দিন আরিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. পারভেজ সিদ্দিকী।

এদিকে, শান্তি উৎসব উপলক্ষে সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি শান্তি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার খোঁজ খবর নেন এবং এ ব্যাপারে সহযোগিতার অশ্বাস দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top