সকল মেনু

উন্নত দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ-সিরাজগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী

 সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন দেশ এগিয়ে যাচ্ছে,দুর্যোগ মোকাবেলায় বিশ্বের সবচেয়ে উন্নত দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সকালে সিরাজগঞ্জের কাজিপুরে নিজ নির্বাচনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে রোপা আমনের চারা বিতরনের সময় তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন এক সময় কৃষককে সারের জন্য চারার জন্য ঘুরতে হতো গুলি খেয়ে মরতে হতো কিন্তু বর্তমান সরকারের সময় কৃষক কে আর সার এবং চারার পিছনে ঘুরতে হয়না বরং সার আর চারাই কৃষকের পিছনে ঘুরে। সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের হল রুমে জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বন্যায় ক্ষতি গ্রস্থ কৃষকদের মধ্যে রোপা আমনের চারা বিতরন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেরন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ মোশারফ  হোসেন এবং কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্বাস আলী। এছাড়াও জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ ১শত ৫০ টি কৃষকের মধ্যে রোপা আমনের চারা বিতরন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top