সকল মেনু

বোয়ালমারীতে নিষিদ্ধ গাইড বই শিশু শিক্ষার্থীদের হাতে হাতে

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে হাতে পৌছে গেছে সম্পাদনা ও প্রকাশনার নাম ছাড়া নিষিদ্ধ গাইড বই (সাজেশন)। অভিনব কায়দায় গাইড বইটি নাম দেওয়া হয়েছে (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪ সাজেশন, নেট প্রদত্ত চুড়ান্ত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন)। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। এ বছর বইটির প্রকাশক বা সম্পাদনাকারী হিসেবে কারো কোন নাম ঠিকানা উল্লেখ করা হয়নি। তবে গত ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ‘প্রতিভা’ নামে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনি পরীক্ষার জন্য একটি গাইড বই ধারাবাহিক ভাবে প্রকাশ করেছে। কিন্তু সমিতিরও কোন সরকারি রেজিস্ট্রেশন নেই। এ বছর ওই সংগঠনের শিক্ষক নেতাদের বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের মধ্যে বেনামের গাইড বইটির বেশি বিতরণ কার্যক্রম লক্ষ্য করা গেছে। স্কুল গুলোর মধ্যে রয়েছে ওই সমিতির সভাপতি মোশাররফ হোসেনের ছোলনা মডেল, সহসভাপতি নাদিরা বেগমের সোতাশি (চালিনগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক তপন কুমার দাসের বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্বাহী সদস্য হাসনাবানু রুনার বাইখির সরকারি প্রাথমিক বিদ্যালয়, সচিন্ত খাঁর শ্রীনগর সরকারি প্রাথমিকসহ আশপাশের উপজেলায় গাইড বইটি সরবরাহ করা হয়েছে বলে জানাগেছে। সরকার উচ্চ আদালতের নির্দেশে ২০০৯ সাল থেকে প্রথম শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্তু সব ধরণের নোট গাইড বই প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শ্রেণীর সুবিধাভোগি শিক্ষকদের বিরুদ্ধেই উল্টো এ বছর বেনামে গাইড বই বের করার অভিযোগ উঠেছে।এ ব্যাপারে সমিতির সভাপতি ও ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি (০১৭১৮-৯৮৫৮৫৯)।  এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি (০১৭১৪-৮৮৪০৫৯)।  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস এ ব্যাপারে বলেন, বোয়ালমারী প্রাথমিক শিক্ষকদের  কোন সংগঠন আছে কিনা আমার জানা নেই। আগে তারা একটি ‘প্রতিভা’ নামে একটি গাইড বের করতো সেটা আমি জেনেছি কিন্তু এ বছর কোন গাইড/সাজেশন বের করছে কিনা আমি এখনও জানিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top