সকল মেনু

হরতালে গাড়ি ভাংচুর : চাঁদপুরে ২ শিবির নেতার কারাদন্ড

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: হরতালে গাড়ি ভাংচ্রর ও জ্বালাও-পোড়াও মামলায় চাঁদপুরে দুই শিবির নেতাকে কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক মাশরুর সালেকিন এই রায় প্রদান করেন। রায়ে দুই শিবির নেতার প্রত্যেককে ২ বছর ১ মাসের করে কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো : শাহরাস্তি উপজেলার জগতপুর এলাকার খলিলুর রহমান মৃধার ছেলে বাবু মৃধা (২৮) ও তার ভাই জুয়েল মৃধা (২৫)। সাজাপ্রাপ্ত দু’জন সম্পর্কে ভাই হয়। এছাড়া রায়ে দু’জনকে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের করে কারাদন্ড দেয়া হয়। জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে বাবু মৃধা ও জুয়েল মৃধা জগতপুর এলাকায় একটি অটোরিক্সা ভাংচুর করে। এ সময় পুলিশ হাতেনাতে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিক্সা চালক মো. জামাল বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বুধবার এই রায় প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top