সকল মেনু

দুর্গাপুরের উধাও হওয়া পোষ্টমাস্টার সাতক্ষীরায় গ্রেফতার

 বিজন কৃষ্ণ রায় ,দুর্গাপুর (নেত্রকোণা): নেত্রকোণার দুর্গাপুরের পোষ্টমাষ্টার মোর্শেদ মৃর্ধা সরকারী ও গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গিয়ে সীমান্ত পারি দেওয়ার সময় সাতক্ষীরার ভূমরা বিজিবি ক্যাম্পের কর্তব্যরত বিজিবি সদস্যদের হাতে স্ত্রী সহ সোমবার বিকেলে গ্রেফতার হয়।  দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান জানান, গত ১লা সেপ্টেম্বর  পোষ্টমাষ্টার মোর্শেদ মৃর্ধা সরকারী ও গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে নেত্রকোণা পোষ্টঅফিস পরিদর্শক এস এম আনিসুল হক ভূইয়া এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত কয়েকদিন ধরে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন দৈনিকে উক্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ৮ সেপ্টেম্বর পুনরায় নেত্রকোণার পোষ্টঅফিস পরিদর্শক এস এম আনিসুল হক ভূইয়া বাদী হয়ে পোষ্টমাষ্টারের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। মামলা নং ০৫ তাং ০৮.০৯.২০১৪। এদিকে পালিয়ে যাওয়া পোষ্টমাষ্টার তার দ্বিতীয় স্ত্রী শিল্পী বেগমকে নিয়ে সাতক্ষীরার ভূমরা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার সময় ভূমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন। এ খবর দুর্গাপুরে ছড়িয়ে পরার সাথে সাথে গ্রাহকদের মনে কিছুটা স্বস্তি নেমে আসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top