সকল মেনু

স্বাস্থ্যখাতে সাফল্যের প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার-ড. মার্গারেট চ্যান

  ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. মার্গারেট চ্যান। ঢাকায় সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, এ অঞ্চলের অন্যান্য দেশ এ খাতে বাংলাদেশকে অনুসরণ করতে পারে। মঙ্গলবার  বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সভা উদ্বোধনের পর হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ড. চান একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সভা ঢাকায় আয়োজন করায় ড. চানকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএইচও’র সমর্থনের কথা স্মরণ করেন।  প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। ঢাকায় ডব্লিউএইচও’র সভা আয়োজনে সব ধরনের সহযোগিতা দেয়ায় ড. চান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় বাংলাদেশের সফলতার প্রশংসা করে তিনি বলেন, এ অঞ্চলের জনগণ স্বাস্থ্যখাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণে রাখবে। তিনি বলেন, এ অঞ্চলের সকল দেশ স্বাস্থ্যখাতে বাংলাদেশকে অনুসরণ করতে পারে। ড. চান ইবোলা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকতে এবং এ ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মো. নাসিম এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top