সকল মেনু

পুতুল পাচ্ছেন ‘ডব্লিউএইচও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

 জ্যেষ্ঠ প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম: অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল।দুঃসহ স্মৃতি পুতুলকে করে তোলে মনোবিজ্ঞানে আগ্রহী। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং আঞ্চলিক কমিটির ৬৭তম সভা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এর উদ্যোগে এ অঞ্চলের ১১টি দেশের জন্য চলতি বছর থেকে এ পুরস্কার চালু করা হয়েছে। এর আওতায় জনস্বাস্থ্যে অবদানের জন্য প্রতিবছর একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এবারের পুরস্কারের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা আসবে মঙ্গলবার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top