সকল মেনু

দেশে ঋণখেলাপি কমে ১১ শতাংশ : অর্থমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বর্তমানে দেশে আমরা ঋণখেলাপি কমিয়ে  ১১ শতাংশে এনেছি।’ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যমেয়াদি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আগামী ২০৩০ সালের মধ্যে দারিদ্রতা দূর করা হবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অন্যতম একটি দেশ  যেখানে ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে বৈষম্য ব্যাপক কমেছে। তা ছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আগামিতে সম্ভাব্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।  বর্তমানে এডিপি বাস্তবায়ন ৯৫ শতাংশ। এটি আমাদের জন্য খারাপ নয়।’ কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান বাড়ানোর ব্যবস্থা নিতে হবে। তা ছাড়া আয় বাড়ানোর ব্যবস্থা করা উচিত।’

এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারে না। তার মূল কারণ হল, ব্যাংক ঋণের সুদের হার ১৭ থেকে ১৮ শতাংশ। ফলে ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা থাকে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top