সকল মেনু

কুরমা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুরমা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের ব্যাটেলিযন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১৯০৩ নং সীমান্ত খুটি থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাম্পারায় চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিদায়ী ১৪নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার, শ্রীমঙ্গল সেক্টরে আগত ৪৬ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর জোবায়ের আহমদ সিদ্দিকী। অপরদিকে বিএসএফের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃতে ছিলেন ২৭ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডার গৌর পাল সিংহ ও উপ-অদিনায়ক সঞ্জয় সিংহ। বিজিবি ১৪ ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দীন কাওছার কুরমা সীমান্তে পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু দিন পূর্বে এ সীমান্তে আরেঅচনাক্রমে ভারতীয়দের কাছ থেকে বিজিবি বাংলাদেমের ২৫ বিঘা জমি উদ্ধার করেছিল। তার পর এটি একটি সৌজন্যমূলক পতাকা বৈঠক। এ বৈঠকে সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ, আইন শৃঙ্খলার উন্নয়নসহ অভিন্ন একাদিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই মিলিতভাবে শান্তি রক্ষায় সীমান্তে নিজ নিজ দায়িত্ব পালন করবে।  তাছাড়া কখন সীমান্তে কোন সমস্যার সৃষ্টি হলে কোন পক্ষই উত্তেজনার সৃস্টি না করে আলোচনাক্রমে সে সমস্যার সমাধানের চেষ্টা করবে বলে উবয় পক্ষই সম্মতি প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top