সকল মেনু

আফ্রিদিদের মসজিদে প্রবেশে বাধা

  ক্রীড়া ডেস্ক : দুই বছর আগে বৌদ্ধ ধর্মাবলাম্বীদের কয়েকটি গ্রুপের আন্দোলনের জের ধরে ডাম্বুলার ‘মসজিদুল খায়রা’কে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেবার এক হাজারের বেশি বৌদ্ধ ভিক্ষু এই মসজিদে নামাজ আদায় করতে না দেওয়ার জন্য আন্দোলন করেছিল। শুক্রবার সেই ডাম্বুলায় আরাবো বিতর্ক জড়ালো ভিক্ষুরা। শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলার জন্য শুক্রবার সেখানে পৌঁছে পাকিস্তান ক্রিকেট দল।

মাগরিবের নামাজের সময় হওয়ায় ডাম্বুলার মসজিদুল খায়রায় ঢুকতে চেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু  আফ্রিদিদের মসজিদে প্রবেশে বাধা দেয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। তাই মাঠে নামাজ আদায় করেন মিসবাহ-হাফিজ-আফ্রিদিরা।

পরে জানা গেছে, কর্তৃপক্ষের নির্দেশেই তারা ক্রিকেটারদের জন্য এ সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন। সাম্প্রদায়িকতার চরম শিখরে পৌঁছে গেছে ডাম্বুলার ভিক্ষুরা। যা গোটা শ্রীলংকানদের জন্য অপমানের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top