সকল মেনু

মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী কালাবাবু বাহিনীর সন্ত্রাসীরা ৭৮ নং বাড়িতে ঢুকে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টিকে (৩২) গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃষ্টির ছোট ভাই হৃদয় আহত হন। তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানহটনিউজ২৪বিডি.কমকে জানান,  একটি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবু ৭৮ নম্বর সোনালীবাগের বাড়িতে এলোপাথাড়ি গুলি করে। এতে বৃষ্টি (৩২) ও ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২) এবং মুন্না (২০) গুলিবিদ্ধ হয়। এরপর দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় নিহত বৃষ্টির ভাই হৃদয় গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বৃষ্টির ভাই শামীম জানান, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মগবাজার সোনালীবাগে একটি বাড়ির দেওয়াল তৈরি করাকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবু আমাদের ৭৮নং সোনালীবাগের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি করে। অপরদিকে, রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় বাংলানিউজকে জানান, বাড়ি থেকে গুলি করার আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, যে জায়গা নিয়ে দ্বন্দ্ব, তা মূলত রেলওয়ের জায়গা। সন্ত্রাসী কালাবাবু তা দখল করেছিল। তিনি বলেন, এই জায়গা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কালাবাবু গুলি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top