সকল মেনু

ঢাকা মেডিকেলের সাবেক পরিচালকসহ পাঁচ জন কারাগারে

 কোর্ট রিপোর্টার:দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বজলে কাদেরসহ পাঁচ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এই আদেশ দেন। এরআগে এই মামলার সাত আসামি গতকাল সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আদালতের কাছে। পরে শুনানী শেষে আসামিরা বুঝতে পারে জামিন পাবে না। পরে কাঠগড়া থেকে আসামি ডা. মোহাম্মদ মশিউর রহমান ও ডা. আতিয়ার রহমান পালিয়ে যান। মামলার নথি সুত্রে জানা যায়, ২০০৯-১০ অর্থ বছরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের কর্মরত ছিলেন। সে সময় ইসিজি সার্কিট, হাই গ্লোসি প্রিন্টিং পেপার ও নিডল কেনার জন্য দরপত্র আহবান করলে তিনটি প্রতিষ্ঠান কোটেশন দাখিল করে। এ মধ্যে এইচ এন সার্জিক্যাল মার্টকে সর্বনিম্ন দরদাতা হিসাবে কার্যাদেশ দেওয়া হয়। এর মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজসে তৎকালীন বাজারদরের চেয়ে উচ্চ মূল্য দেখিয়ে ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৯২০ টাকা সরকারের ক্ষতি করে তারা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১১ সালের ১৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক বাদী হয়ে ৮ জনকে আসামি করে ঢাকার শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের আরেক সহকারী পরিচালক ফজলুল হক চলতি বছরের ১৫ মে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top