সকল মেনু

বিমানের টিকিট ১০০ রুপিতে!

  ডেস্ক রিপোর্ট : আজ ‘এয়ার ইন্ডিয়া ডে’। এ উপলক্ষে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিশেষ ছাড়ে টিকিট ছেড়েছে। মাত্র ১০০ রুপিতে বিমান টিকিট দিচ্ছেন তারা।  এতেই ঘটেছে বিশাল বিপত্তি। ছাড় দিয়ে ১০০ রুপিতে টিকিট বিক্রি হচ্ছে শুধু অনলাইনে। এত বেশি কিটিক প্রত্যাশী সাইটে ঢুকেছেন যে, সাইটটি ক্রাশ করেছে। ২০০৭ সালের ২৭ আগস্ট ইন্ডিয়ান এয়ারলাইনসের সঙ্গে যুক্ত হয় এয়ার ইন্ডিয়া। দিনটিকে বিশেষভাবে উদ্‌যাপনের জন্য ‘এয়ার ইন্ডিয়া ডে’ ঘোষণা করে সংস্থাটি। বিশেষ এ দিবস উপলক্ষে এয়ার ইন্ডিয়া ট্যাক্স বাদে মাত্র ১০০ রুপিতে টিকিট ছেড়েছে। অফার চলবে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত, পাঁচ দিন। কিন্তু এত বেশি গ্রাহক ওয়েবসাইটে ঢুকেছে যে, প্রথম দিনেই অকেজো হয়ে পড়েছে সাইটটি।  এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়েবসাইটে লগইন করতে গেলে ‘এরর ম্যাসেজ’ দেখাচ্ছে। পেজে ভেসে উঠছে, ‘সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top