সকল মেনু

বসা ডালটি কেটে ফেললে পড়ে যাবেন-প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে ডালে বসে আছেন, সেই ডালটি কেটে ফেলার চেষ্টা করবেন না। তাহলে ধপাস করে পরে যাবেন। আশাকরি বুদ্ধিমানেরা এতোটুকুতেই বুঝতে পারবেন।’ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দুঃস্থ ও দরিদ্র সাংবাদিকদের সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস না করি তাহলে বেসরকারি গণমাধ্যম খাতকে অনুমোদন দিলাম কেন? আমরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছি। আর সে কারণেই দেশের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে সংবাদ সম্প্রচার করতে পারছে। যে কোনো সংবাদ প্রচারের পূর্ণ স্বাধীনতা তাদের আছে।  সাংবাদিকদেরকে মনে রাখতে হবে যে, স্বাধীনতা মানে আবার স্বেচ্ছাচারীতা নয়।’ সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময় সাংবাদিকদেরই দাবি ছিল একটা নীতিমালা হোক। আমরা সাংবাদিকদের দাবি পূরণ করেছি। একটা নীতিমালা করেছি। তবে হ্যাঁ, সবারই তো আর এই নীতিমালা পছন্দ হবে না।’ তিনি বলেন, ‘সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারা যেন আর নির্যাতনের শিকার না হয় এ জন্য এবং তাদের সহযোগিতা করার জন্যই ট্রাস্ট গঠন করা হচ্ছে। ইতিমধ্যে বেতন-ভাতা বৃদ্ধির জন্য ওয়েজ বোর্ড গঠন করেছি। অবশ্য অনেকে ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে না।’ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা অপরিহার্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top