সকল মেনু

বাংলাদেশের ধবলধোলাই

 ক্রীড়া প্রতিবেদক:  আবারও হতাশ করল টাইগাররা। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে টানা হেরেই চলেছে মুশফিকের দল। বছর জুড়ে ওয়ানডেতে টানা হারের বৃত্তে বন্দি বাংলাদেশ ক্রিকেট দল। টানা ১২ ম্যাচে হারের পর এবারও সে বৃত্ত ভাঙতে পারলো না টাইগাররা। সিরিজে ধবল ধোলাই এড়াতে সোমবার জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু ভাগ্যদেবী সঙ্গে না থাকায় জয়ের স্বাদটা অজানাই রয়ে গেল বাংলাদেশের। শেষ ম্যাচে ৯১ রানে হারল সফরকারী বাংলাদেশ। গত বছরের ৩ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর আর কোনো জয়ের দেখা পায়নি মুশফিকরা। জয় নামের সে সোনার হরিণের দেখা মিলছে না টাইগারদের। জয় যেন এখন অধরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্কোরবোর্ডে ৩৩৮ রান জমা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৪৭ রানে শেষ বাংলাদেশের ইনিংস। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগে একসাথে ভালো করতে পারছে না টাইগাররা। সোমবার ব্যাটিংয়ের সামন্য উন্নতি হলে বোলিংয়ে নিজেদের দুর্বলতা দেখিয়েছে মুশফিকের দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top