সকল মেনু

ঢাকা-দক্ষিণবঙ্গ রুটে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

 স্টাফ করেসপন্ডেন্ট,হটনউজ২৪বিডি.কম,ঢাকা: ঢাকা থেকে দক্ষিণবঙ্গ, মাওয়া, মুন্সীগঞ্জ এবং দোহার রুটে চলাচলরত বাস, মিনিবাসসহ সব ধরনের পরিবহনে সর্বাত্মক ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে বৃহত্তর দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতি। আগামী ২৪ আগস্ট থেকে এই ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি আলমগীর মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট ঢাকা-বরিশাল রোডে চলাচলরত মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা-মাওয়া রোডের বেজগাঁও এলাকায় একটি মোটর সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ৩টি বাস পুড়িয়েছে এবং ৫০/৬০টি বাসে ভাঙচুর চালিয়েছে। এছাড়া যে কোনো দুর্ঘটনা ঘটলেই গাড়ি ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেয়া এবং গাড়ি আটক করে মুক্তিপণ আদায় করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আলমগীর মোল্লা বলেন, ‘বারবার আনুষ্ঠানিক আবেদন জানানোর পরে বিআরটিএ এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এসব ঘটনা থেকে আমরা অব্যাহতি পাওয়ার জন্য এমন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি।’

তিনি বলেন, ‘পরিবহন মালিক, শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top