সকল মেনু

টাটার ন্যানো গাড়ির যাত্রা শুরু বাংলাদেশে

 অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে ন্যানো গাড়ির উদ্বোধন ঘোষণা করছে টাটা মটরস কোম্পানির পরিবেশক নিটল মটরস। এটি বাংলাদেশে  টাটা গাড়ির বহরে একটি চমকপ্রদ সংযোজন বলে উল্লেখ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  এসময় নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ জানান, ন্যানো একটি নতুন স্মার্ট গাড়ি। এটা শহরে যানবাহনের ভিড়ে ইলেকট্রিক পাওয়ারের সাহায্যে চালিত স্টিয়ারিং ব্যবস্থার মাধ্যমে ঝামেলামুক্ত ও স্বচ্ছন্দ ড্রাইভিং নিশ্চিত করে। এটা তৈরি হয়েছে এমনভাবে যাতে সংকীর্ণ জায়গায় ড্রাইভিং ও পার্কিং সুবিধা পাওয়া যায়। নগদ অর্থে ন্যানোর উদ্বোধনী মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।  তিনি বলেন, ‘আমরা এটি বাংলাদেশে আনতে পেরে গর্বিত। বাংলাদেশের ক্রেতারা এখন থেকে একটি বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং সাশ্রয়ী গাড়ি ব্যবহারের আনন্দ ও সুবিধা ভোগ করতে পারবেন। আমরা আত্নবিশ্বাসী যে, একটি যথাযথ পণ্যের সঙ্গে সর্বোচ্চ সেবা ও যন্ত্রাংশের সহজলভ্যতার নিশ্চয়তার মাধ্যমে ন্যানো বাংলাদেশে সুদৃঢ় পদচিহ্ন তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘আকর্ষনীয় স্কিম যেমন ‘ন্যানো ফর লাইফ’ এবং চমৎকার স্কিম থাকবে শুধু ন্যানোর জন্য যেখানে ডাউন পেমেন্ট হবে ২ লাখ ৯৯ হাজার টাকা।’

উদ্বোধন উপলক্ষে টাটা মটরসের হেড অফ ইন্টারন্যাশনাল বিজনেস জনি ওম্যান বলেন, ‘আমরা বাংলাদেশে টাটা ন্যানো পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। আমরা গ্রাহকদের চাহিদাকে পূর্বানুমান করার মূল দর্শনের সঙ্গে সর্বোচ্চ প্রযুক্তি ও প্রকৌশলের সমন্বয় ঘটিয়েছি, যা এক বিশেষ শ্রেণির গুরুত্ব বহন করে। আমরা আত্নবিশ্বাসী যে, বাংলাদেশের ক্রেতাদের জন্য টাটা ন্যানো হবে একটি আদর্শ গাড়ি, যা এর স্বাচ্ছন্দ্য, কর্মক্ষমতা এবং কৌশল দিয়ে তাদের হৃদয় জয় করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নিটল মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top