সকল মেনু

বদি, মান্নান ও মাহবুবুরের বিরুদ্ধে দুদকের মামলা

 নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি, পটুয়াখালী-৪ আসনের সাংসদ (সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী) মাহবুবুর রহমান,ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে প্রধান কার্যালয়ে নিয়মিত বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়। এরপর দুপুর ৩ টার দিকে রমনা থানায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের বিরুদ্ধে দুদক উপপরিচালক মো. নাছির উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৫। পটুয়াখালী-৪ আসনের সাংসদ  মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদকের উপপরিচালক খায়রুল হুদা বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৬। এ ছাড়া, কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি বিরুদ্ধে দুদপ উপপরিচালক আব্দুস সোবহান বাদি হয়ে মামলা দায়ের করেন। দুদক সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের ২২ জানুয়ারি অনুসন্ধান শুরু করে দুদক। দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ছয় মন্ত্রী এমপির সম্পদের রহস্যজনক বৃদ্ধির উৎস অনুসন্ধান করতে গিয়ে এই তিনজনের অবৈধ্য সম্পদের সন্ধান পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top